শিরোনাম
৮নং বরগুনা ইউনিয়ন পরিষদ কার্যলয় সিসি টিভির আওতায়।
বিস্তারিত
৮নংবরগুনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকল রুমে মোট ৮টি সিসিটিভি স্থাপন করা হয়েছে।রবিবার(০৪ডিসেম্বর) রাত৯.০০ টার দিকে সিসিটিভি গুলো স্থাপন করা হয়।ফলে চেয়ারম্যান তার আসনে বসেই সকল শাখার কার্যক্রম মনিটর করতে পারবেন । এতে৮নং বরগুনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আহাদ সোহগ এর কাজে আরও গতিশীলতা আসবে । পাশাপাশি সবার গতিবিধি মনিটরিং এর কারণে অপরাধমূলক কর্মকাণ্ডও কমেযাবে।এব্যাপারে চেয়ারম্যান সাহেব সকলকে লক্ষ্য করে বলেন, কার্যালয়ের মধ্যে ৮টি সিসিটিভি স্থাপন করা হয়েছে । এতে মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।